‘যত নাম ছড়াবে, তত গুজব হবে’

By স্টার বিহাইন্ড দ্য শুট 
29 June 2023, 10:10 AM
UPDATED 29 June 2023, 16:52 PM

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি নিজের রূপের আবেশে মুগ্ধ করেন দর্শকদের। মিম অভিনীত দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা, 'অন্তর্জাল' এই ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিনেমাটি আর মুক্তি পাচ্ছে না। 

তবে এবার ঈদে বড় পর্দায় তাকে দেখা না গেলেও ওটিটিতে তিনি দর্শকদের সামনে হাজির হবেন নীরা হয়ে। অ্যাকশন-থ্রিলার সিরিজ 'মিশন হান্টডাউন' এই ঈদে মুক্তি পাচ্ছে হইচই-এ।