পাকিস্তানের কাছে আরও বড় হারে বাছাইয়ের আশা শেষ বাংলাদেশের

By ক্রীড়া প্রতিবেদক
14 November 2025, 13:21 PM
UPDATED 14 November 2025, 19:34 PM

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারল না বাংলাদেশ। পারফরম্যান্সের অবনতি হওয়ায় এবার আরও বড় ব্যবধানে বিধ্বস্ত হলো তারা। টানা দুই হারে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার আশা শেষ হয়ে গেল তাদের।

শুক্রবার ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৮-০ গোলে হারিয়েছে নামেভারে এগিয়ে থাকা পাকিস্তান। গতকাল প্রথম ম্যাচে একই ভেন্যুতে তারা জিতেছিল ৮-২ ব্যবধানে। ফলে এশিয়া অঞ্চল থেকে আগামী বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বাছাইয়ে খেলা নিশ্চিত করেছে দলটি।

একপেশে লড়াইয়ে প্রথম ও তৃতীয় কোয়ার্টারে একটি করে এবং দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারে তিনটি করে গোল করে পাকিস্তান। বেশির ভাগ সময় বল ছিল শক্তি, সামর্থ্য ও র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের অর্ধে। রেজাউল করিমের নেতৃত্বাধীন দল সুযোগ একেবারেই পায়নি তা নয়। তবে নিজেদের ভুলে সেগুলো হাতছাড়া হওয়ায় মেলে আরেকটি তীব্র হতাশাজনক হার।

আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে মাথায় আঘাত পাওয়া রোমান সরকারকে ছাড়া খেলতে নামা বাংলাদেশ শুরুতেই পিছিয়ে পড়ে। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সুফিয়ান খান বল পাঠান জালে। এরপর একের পর এক গোল করতে থাকে পাকিস্তান।

দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই ফিল্ড গোলে ওয়াহিদ আশরাফ দ্বিগুণ করেন ব্যবধান। ১৯তম মিনিটে সুফিয়ান পেনাল্টি কর্নার থেকে আরেকবার লক্ষ্যভেদ করেন। এই কোয়ার্টারের শেষ মিনিটে ওয়ালিদ রানা পেনাল্টি কর্নার থেকে নিশানা খুঁজে নিলে স্কোরলাইন ৪-০ হয়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোলদাতাদের তালিকায় নাম ওঠান শহিদ হান্নান।

ম্যাচের শেষদিকে ছয় মিনিটের মধ্যে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। ৫৩তম মিনিটে আফরাজ হাকিম ফিল্ড গোল করেন। চার মিনিট পর ওয়াহিদ ম্যাচে নিজের দ্বিতীয় ফিল্ড গোল করেন। আর ৫৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আম্মাদ বাট।

পাকিস্তান এই ম্যাচের কৌশলে বৈচিত্র্য আনলেও বাংলাদেশ একই ধাঁচে খেলে। সেকারণে দুই দলের খেলায় পার্থক্য ছিল স্পষ্ট। আগামী রোববার অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।