দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস: জানার আছে যা কিছু

By স্পোর্টস ডেস্ক
16 December 2025, 05:59 AM

ফুটবল দুনিয়ার যে ইভেন্টগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তার মধ্যে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অন্যতম। বিশ্বসেরা খেলোয়াড়, কোচ ও গোলরক্ষকদের পাশাপাশি ফুটবলের অসাধারণ মুহূর্তগুলোকে সম্মান জানাতেই এই আয়োজন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারা বিজয়ী হবে, তা জানতে বিশ্বের তারকা খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ ভক্তদের সকলেরই নজর থাকে এখানে।

জমকালো আয়োজনে ২০২৫ সালের 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানটি হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ব্যালন ডি'অরজয়ী পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে পুরুষ বিভাগে ফিফার সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও ফেভারিট। তার সঙ্গে লড়াইয়ে আছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের মতো ফুটবলার। তবে ২০২৪ সালের সেরা রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র এবার নেই মনোনীত ১১ জনের সংক্ষিপ্ত তালিকায়। গতবারের শীর্ষ তিনের অন্য দুজন— রদ্রি ও জুড বেলিংহামও জায়গা পাননি।

কখন শুরু

কাতারের দোহায় ফেয়ারমন্ট কাতারা হলে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এ বছরের 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠান।

কোথায় দেখবেন

সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ফিফা প্লাস ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার প্ল্যাটফর্মগুলোতে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হবে বিজয়ীদের নাম।

পারফরম্যান্স বিচারের জন্য বিবেচিত সময়

খেলোয়াড়দের ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া টুর্নামেন্ট, ২০২৫ নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও পুরুষদের প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপে যারা দারুণ খেলেছেন, তারা পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকবেন।

কয়টি বিভাগে পুরস্কার দেওয়া হবে

মোট ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেগুলো হলো দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা নারী কোচ, দ্য বেস্ট ফিফা পুরুষ কোচ, দ্য বেস্ট ফিফা নারী গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা পুরুষ গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা নারী বর্ষসেরা একাদশ, দ্য বেস্ট ফিফা পুরুষ বর্ষসেরা একাদশ, ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল), ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল), ফিফা ফ্যান অ্যাওয়ার্ড ও ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

কীভাবে বিজয়ীদের নির্বাচন করা হবে

নারী ও পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়, কোচ ও গোলরক্ষক বেছে নেওয়া হবে প্রতিটি জাতীয় দলের অধিনায়ক ও কোচ, ফিফার প্রতিটি সদস্য সংস্থার সংবাদমাধ্যমের প্রতিনিধি ও নিবন্ধিত ভক্তদের ভোটে। এই চারটি গোষ্ঠীর ভোটকেই সমান (২৫ শতাংশ করে) গুরুত্ব দেওয়া হবে।

ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকে তিনজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোট দেওয়ার সময় একটি ক্রম থাকে: প্রথমজন ৫ পয়েন্ট, দ্বিতীয়জন খেলোয়াড় ৩ পয়েন্ট ও তৃতীয়জন ১ পয়েন্ট পান। ভোটিং শেষ হওয়ার পর মোট পয়েন্ট যোগ করে সামগ্রিক পয়েন্টের ভিত্তিতেই সেরাদের নির্বাচন করা হবে।

নারী ও পুরুষ বিভাগের সেরা একাদশ বেছে নেওয়া হবে সারা বিশ্বের পেশাদার ফুটবলারদের ভোটে। ভক্তরাও ভোটে অংশ নিয়েছেন। মার্তা অ্যাওয়ার্ড ও পুসকাস অ্যাওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে ভক্ত ও ফিফার কিংবদন্তি খেলোয়াড়দের একটি প্যানেল সমানভাবে ভোট দিয়েছেন। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের বিজয়ীকে পুরোপুরি ভক্তদের ভোটে বেছে নেওয়া হবে। আর ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের বিজয়ীকে নির্বাচন করবে একটি বিশেষজ্ঞ প্যানেল।