রাফিনহার জোড়া গোলে জিতল বার্সেলোনা
ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে শনিবার ওসাসুনার বিপক্ষে জিতেছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে তারা।
শনিবার নিজেদের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারায় বার্সা। ম্যাচটি লম্বা সময় ধরে ছিলো গোলশূন্য। ম্যাচের ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক জোরালো শটে গোল করে অচলাবস্থা ভাঙেন রাফিনহা। শেষ দিকে আরেকটি গোল করে তিনি বার্সাকে টানা সপ্তম লিগ জয় এনে দেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়ালো বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ রোববার আলাভেসের মাঠে খেলবে।
বার্সেলোনা এদিন স্বাভাবিক ঝলক দেখাতে না পারলেও লড়াই করে জয় আদায় করে নেয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ পর প্রথমবারের মতো ক্লিন শিট ধরে রাখে।
সংস্কার শেষে চালুর পর নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে টানা পাঁচ ম্যাচে পাঁচটি জয়ও পেয়েছে তারা।
ম্যাচ শেষে কোচ হেনসি ফ্লিক বলেন, 'রাফিনহা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে দুটি গোল করেছে এবং দলের একজন মূল খেলোয়াড়। সে রক্ষণেও কাজ করে, আক্রমণেও—আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।'
'হয়তো আমরা খুব বেশি সুযোগ পাইনি, কিন্তু দুটি গোল করেছি এবং তিন পয়েন্ট পেয়েছি।'