র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পেছালেন আফিদা, ঋতুপর্ণারা

By স্পোর্টস ডেস্ক
11 December 2025, 12:48 PM

নারী ফুটবলে জাগরণের পর র‍্যাঙ্কিংয়েও সুফল পেয়েছিলো বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের জেরে আট ধাপ পিছিয়ে গেছে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের দল।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১২তম। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে টানা চারটি পরাজয়ের পর এই অবনমন ঘটে।

আগস্টে তারা দুর্দান্ত এক সাফল্য অর্জন করেছিল—ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠার পর র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৪ অক্টোবর থেকে ২ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড, মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলেছিল। তবে সবগুলো ম্যাচেই হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানে নেতিবাচক প্রভাব পড়ল।

দক্ষিণ এশিয়ার ভেতরে বাংলাদেশ আগের মতোই তৃতীয় স্থানে আছে ভারত ও নেপালের পিছনে। ভারত চার ধাপ পিছিয়ে এখন ৬৭তম স্থানে, আর নেপাল ধরে রেখেছে তাদের আগের ৮৯তম অবস্থান।

পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ যথাক্রমে ১৫৩তম, ১৬৩তম, ১৬৫তম ও ১৬৭তম অবস্থানে রয়েছে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে এখনো স্পেন। দ্বিতীয় স্থানে আছে, তাদের পরে রয়েছে জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন।