টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ১০ রেটিংধারী বোলারদের তালিকায় বরুণ

By স্পোর্টস ডেস্ক
17 December 2025, 10:49 AM

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করে তিনি এক নতুন উচ্চতায় পৌঁছালেন।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এক নম্বরে থাকা বরুণ এখন ৮১৮ রেটিং পয়েন্টের মালিক। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং।

নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফির (৬৯৯ পয়েন্ট) চেয়ে ১১৯ পয়েন্টে এগিয়ে আছেন বরুণ। ৩৪ বছর বয়সী এই তারকা নতুন একটি কীর্তিও গড়েছেন। টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা রেটিংধারী বোলারদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।

এই তালিকায় বরুণের অবস্থান আট নম্বরে। ৮৬৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রেটিংধারী বোলারের রেকর্ড নিজের দখলে রেখেছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে দুটি করে উইকেট নিয়েছেন বরুণ। ধর্মশালায় অনুষ্ঠিত সবশেষ ম্যাচে মাত্র ১১ রানে ২ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

মাত্র দুই মাসের মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে নামবে ভারত। বরুণের এই বিধ্বংসী ফর্ম নিঃসন্দেহে দলটির জন্য বড় স্বস্তির খবর।

র‍্যাঙ্কিংয়ে স্বাগতিকদের জন্য সুখবর আছে আরও। বোলারদের তালিকায় বাঁহাতি পেসার অর্শদীপ সিং চার ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। তিলক বর্মা দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে অভিষেক শর্মা এই তালিকার শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন।

অলরাউন্ডারদের তালিকায় শিবম দুবে দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে পৌঁছেছেন। গত সপ্তাহে কোনো টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও এই তালিকায় এক নম্বরেই আছেন পাকিস্তানের সাইম আইয়ুব।

সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের উন্নতি চোখে পড়ার মতো। মার্কো ইয়ানসেন ১৪ ধাপ এগিয়ে ২৫তম, লুঙ্গি এনগিডি ১১ ধাপ এগিয়ে ৪৪তম ও ওটনিল বার্টম্যান একশর বাইরে থেকে লাফিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন। 

ব্যাটারদের তালিকাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সফরকারী প্রোটিয়াদের কয়েকজনের। এইডেন মার্করাম আট ধাপ এগিয়ে ২৯তম ও কুইন্টন ডি কক ১৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থান দখল করেছেন।