হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুলের ওপর হামলার ঘটনায় আটক ১

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
13 June 2023, 03:14 AM
UPDATED 13 June 2023, 09:26 AM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

হামলায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালী থানা পুলিশ সোমবার রাতে নগরীর ২২ নং ওয়ার্ডের চৌমাথা এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম স্বপনকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নাম্বার নির্বাচনী কেন্দ্র 'ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়' পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জানান। ফয়জুল করিমের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধানে উল্লেখিত ঘটনায় সম্পৃক্ত থাকায় অভিযুক্ত মাইনুল ইসলাম স্বপনকে আটক করা হয়।