‘তবুও ভোট দিতে এসেছি, ভোট নষ্ট করা যাবে না’

সাজ্জাদ হোসেন
সাজ্জাদ হোসেন
12 June 2023, 06:46 AM
UPDATED 12 June 2023, 15:45 PM

স্বামীর কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন ৬৫ বছর বয়সী পুলতন নেছা। কয়েক বছর ধরেই তার বাম হাত অবশ, স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না।

খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় স্বামী সামসুল ইসলামের (৭৮) সঙ্গে ভোট দিতে আসেন তিনি।

ভোট দিয়ে পুলতন ন্নেছা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি অসুস্থ, বাম হাত অবশ। তবু ভোট দিতে এসেছি। ভোট নষ্ট করা যাবে না। একটি ভোটের জন্য পাস-ফেল হয়।'

স্বামী-স্ত্রী দুজনই এ কেন্দ্রে ভোট দিয়েছেন।

পুলতন ন্নেছা বলেন, 'ইভিএম মেশিনে ভোট দিতে কোনপ অসুবিধা হয়নি, আমি গতবারের সিটি করপোরেশন নির্বাচনেও ভোট দিয়েছি। ৭-৮ মিনিটের মধ্যে ভোট দিয়ে বের হয়ে এসেছি।'

সামসুল ইসলাম বলেন, 'ভোট কেন্দ্রের পরিবেশ ভালো। আমরা অল্প সময়ের মধ্যে ভোট দিয়েছি। আমরা কখনোই ভোট মিস করিনা। আমার স্ত্রীও ভোট দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহী। তাই সকাল এসেই ভোট দিয়েছি।'