ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা পুতিনের

By স্টার অনলাইন ডেস্ক
30 September 2022, 14:33 PM
UPDATED 30 September 2022, 22:10 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার ক্রেমলিনে এক ভাষণে ইউক্রেনের একটি অংশকে নিজেদের বলে ঘোষণা দিয়েছেন। তিনি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ৪ অঞ্চল খেরসন, ঝাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে নিজেদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা দেন।

আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেন- খেরসন, ঝাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে বসবাসকারীরা চিরকালের জন্য আমাদের স্বদেশি হয়ে উঠছেন। আমরা সব শক্তি এবং উপায়ে আমাদের ভূমি রক্ষা করব।

তিনি কিয়েভ সরকারকে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

পুতিনের ইউক্রেনের ১৫ শতাংশের ওপর রাশিয়ান অর্ন্তভূক্তির ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংযোজন। তবে, পশ্চিমা দেশগুলো এবং এমনকি রাশিয়ার অনেক ঘনিষ্ঠ মিত্র এটি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একে জাতিসংঘ সনদের অবৈধ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।