ধ্বংসস্তূপ থেকে ১৫০ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার

By স্টার অনলাইন ডেস্ক
12 February 2023, 12:11 PM
UPDATED 12 February 2023, 18:50 PM

গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ৬ দিনেরও বেশি সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গার্ডিয়ান জানায়, রোববার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ডা. ফাহরেটিন কোকা এক টুইটে এ তথ্য জানিয়েছেন। ওই শিশুকে উদ্ধারের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন তিনি।

টুইটে তিনি বলেছেন, '১৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আমাদের ছোট মেয়েটিকে হাতায়ে ফিল্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে আদানায় পাঠানো হয়েছে।"

এদিকে আন্তাকিয়ায় বসবাসকারী সিরিয়ার নাগরিক আবদুল্লাহ ইলালিকে ১৫১ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ তুরস্কের হাতায়ে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে উদ্ধারের ঘটনা দুটি গার্ডিয়ান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।