১২ দিন পর দম্পতি জীবিত উদ্ধার, মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ছাড়াল

By স্টার অনলাইন রিপোর্ট
19 February 2023, 07:27 AM
UPDATED 19 February 2023, 13:47 PM

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি লোক মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের প্রায় ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে বলে জানা গেছে। অনেকে এখনো নিখোঁজ আছেন।

আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর কিরগিজস্তানের কর্মীরা দক্ষিণ তুরস্কের আন্টাকিয়া শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫ সদস্যের একটি সিরীয় পরিবারকে বাঁচানোর চেষ্টা করে।

তবে শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে মা ও বাবা জীবিত থাকলে গেলেও পানিশূন্যতার কারণে শিশুটি মারা গেছে যায় বলে উদ্ধারকারী দলটি জানিয়েছে।

উদ্ধারকারী দলের সদস্য আতাই ওসমানভ বলেন, 'আজ (শনিবার) এক ঘণ্টা আগে উদ্ধার কাজ চালানোর সময় আমরা চিৎকার শুনতে পাই। জীবিত ব্যক্তিদের খুঁজে পেলে আমরা অনেক খুশি হই।'

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সেজার বলেছেন, রোববার রাতে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ হবে।

ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা ৪০ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে এবং প্রতিবেশী সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।