লেবানন সীমান্ত থেকে নিজেদের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

By স্টার অনলাইন ডেস্ক
15 October 2023, 13:10 PM
UPDATED 15 October 2023, 20:26 PM

লেবাননের সনে সীমান্ত এলাকা থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় অব্যাহত বিমান হামলা ও স্থল হামলার প্রস্তুতির মধ্যেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সকালে হিজবুল্লার হামলায় ইসরায়েলের ভেতরে একজন নিহত হন। এর প্রতিক্রিয়ায় গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল।

লেবানন সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সীমান্তের চার কিলোমিটারের মধ্যে যেন কেউ না আসেন

এই এলাকায় ইসরায়েলের বেশ কিছু ছোট ছোট শহর ও গ্রাম রয়েছে। সব বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকতে বলা হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, একদিন আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় রয়টার্সের এক সাংবাদিকসহ তিন জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় আজ ইসরায়েলে হামলা চালানো হয়েছে। সাংবাদিক ইসসাম আব্দুল্লাহর পোশাকে পরিষ্কারভাবে 'প্রেস' লেখা ছিল। এর পরও ইসরায়েল থেকে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ধারণা করা হচ্ছে গাজায় বিমান হামলার প্রতিশোধ ও হামাসকে সহায়তার জন্য ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় রণাঙ্গন খুলতে পারে হিজবুল্লাহ।

সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান যেন এই বিমানবন্দর দুটি ব্যবহার করে যুদ্ধে জড়াতে না পারে সেই উদ্দেশ্য থেকে ইসরায়েল এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এখনই যুদ্ধে জড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইসরায়েলকে সতর্ক করে তেহরান বলেছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলকে এর পরিণতির সম্মুখীন হতে হবে।