হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে ৫৫ একর বনভূমি উদ্ধার

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
26 August 2024, 15:15 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এরশাদ মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই।

আজ সোমবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে একটি দল গরু ও গয়ালের খামারের ছয়টি শেড, একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করে।

চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের শুখবিলাশ গ্রামে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়।

তিনি বলেন, ওই এলাকায় আরেকটি বনভূমি এরশাদ মাহমুদের দখলে আছে। সেখানে তিনি মাল্টা চাষ করেছে। আমরা শিগগির সেই ভূমি উদ্ধারে অভিযান চালাব।