উত্তরা-আজমপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2024, 09:33 AM
UPDATED 18 July 2024, 16:25 PM

উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।

তিনি বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।