আজ দুপুর আড়াইটায় রাজধানীতে আ. লীগের ‘বিজয় শোভাযাত্রা’

By স্টার অনলাইন রিপোর্ট
17 December 2022, 03:43 AM
UPDATED 17 December 2022, 09:49 AM

বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে 'বিজয় শোভাযাত্রা' করবে আওয়ামী লীগ।

দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোভাযাত্রাটি দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নাম্বারের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে এই 'বিজয় শোভাযাত্রা' কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।