সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে: জাতিসংঘ মহাসচিব
সুদানের দক্ষিণ কোরদোফানে নিজেদের এক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও ৮ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
এই হামলাকে 'ভয়ংকর' আখ্যা দিয়ে জাতিসংঘ সতর্ক করেছে যে, এটি যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাদুগলিতে অবস্থিত জাতিসংঘের একটি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ৬ শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হন। হতাহতরা সবাই আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) কর্মরত বাংলাদেশি কন্টিনজেন্টের সদস্য ছিলেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি 'গভীর সমবেদনা' জ্ঞাপন করেছেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, 'জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।'
তিনি সংঘাতে জড়িত সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন। দক্ষিণ কোরদোফানের এই হামলাকে তিনি 'অযৌক্তিক' বলেও উল্লেখ করেন।
মহাসচিব জাতিসংঘের পতাকাতলে বিপজ্জনক পরিবেশে দায়িত্ব পালন করা হাজারো শান্তিরক্ষীর প্রতি সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে তিনি সুদানে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং স্থায়ী যুদ্ধবিরতি ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার লক্ষ্যে আলোচনায় ফেরার জন্য যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়ের লাক্রোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেন, তিনি 'আজকের ভয়াবহ ড্রোন হামলায় মর্মাহত'। তিনি জোর দিয়ে বলেন, 'জাতিসংঘের শান্তিরক্ষীরা কোনো লক্ষ্যবস্তু নয়' এবং পুনরায় উল্লেখ করেন যে, এই হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
