বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও শপথ গ্রহণ বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেন। তবে, আদেশের সময় সর্বোচ্চ আদালত একটি পর্যবেক্ষণ দিলেও তা প্রকাশ করা হয়নি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আদালত এই রায় দেন।
এর আগে গত ১৩ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মুহাম্মদ মহসেন রশিদের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে পর্যবেক্ষণে বলা হয়েছিল, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি নথিপত্র দ্বারা সমর্থিত এবং জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকারের গঠন ও শপথকে যৌক্তিক বলে উল্লেখ করেছিলেন হাইকোর্ট।
এরপর ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মহসেন রশিদ।
আজ আপিল বিভাগে শুনানিতে আবেদনকারী আইনজীবী মহসেন রশিদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এ ছাড়া জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল, শরীফ ভূঁইয়া, মোহাম্মদ শিশির মনির ও শাহরিয়ার কবির ইন্টারভেনার হিসেবে শুনানিতে অংশ নেন।
আদেশের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মামলার অন্যতম ইন্টারভেনার আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হয়েছে।
তিনি বলেন, 'এই সরকার যেসব কাজ করছে, তা মূলত জনগণের সেই সার্বভৌম ক্ষমতারই বহিঃপ্রকাশ। আমাদের সুপ্রিম কোর্ট আজ সংবিধানের এই মৌলিক নীতিটি আবারও নিশ্চিত ও ঘোষণা করল।'
শিশির মনির আরও বলেন, এই আদেশের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড—বিশেষ করে নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিন ম্যান্ডেটের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।
