নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
30 November 2025, 11:30 AM

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টার দিকে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে আটক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পরপরই শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হকারদেরও সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

সারাদেশে মাজারে হামলা ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে বিকেল সোয়া ৪টার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পীদের আয়োজনে সমাবেশ শুরু হয়।

ওসি জানান, সংঘাতের আশঙ্কা আছে। তবে, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

এছাড়া র‍্যাব-১১–এর সদস্যদেরও সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে অবস্থান নিতে দেখা গেছে।