৮ দলের সমাবেশে রাজধানীতে তীব্র যানজট
জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের যৌথ সমাবেশের কারণে রাজধানীর পল্টন ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরানা পল্টন মোড়ে এই সমাবেশ শুরু হয়। দুপুর ১টা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
সমাবেশের জন্য কদম ফোয়ারা থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। দুটি মোড়েই পুলিশ ব্যারিকেড স্থাপন করেছে। এসময় ট্রাফিক পুলিশের পাশাপাশি জামায়াতে ইসলামীর কর্মীদেরও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট দেখা দেয়। স্বাভাবিকদিনের চেয়ে মেট্রোরেলেও যাত্রীদের বেশি ভিড় লক্ষ করা যায়।
কদম ফোয়ারা মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মিনজিস আলম ডেইলি স্টারকে বলেন, দুপুর ১টার আগেই কদম ফোয়ারা মোড়ে পুলিশের ব্যারিকেড বসানো হয়। যেহেতু এটি (কদম ফোয়ারা থেকে দৈনিক বাংলা মোড়) ঢাকার ব্যস্ততম রাস্তা তাই এখানে অন্যান্য সময়েও যানজট থাকে। তবে রাস্তা বন্ধ থাকায় যানজটের প্রভাব মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত চলে গেছে।
সিফাত হাবিব ফার্মগেট থেকে গুলিস্তানের বায়তুল মোকাররম মার্কেটে যাওয়ার জন্য বাসে গাবতলী লিংক ৮ নম্বর বাসে উঠেছিলেন। কিন্তু পল্টনের রাস্তা বন্ধ হওয়ায় কদম ফোয়ারা থেকে বাকি রাস্তা তাকে হেঁটেই যেতে হচ্ছিল।
তিনি ডেইলি স্টারকে বলেন, 'ফার্মগেট থেকে কদম ফোয়ারা পর্যন্ত আসছিলাম। এত জ্যাম হবে ভাবিনি। শাহবাগ থেকে এ পর্যন্ত আসতেই এক ঘণ্টার বেশি সময় লেগেছে। অন্যদিন এ পথে আসতে ১৫/২০ মিনিট লাগে।'
এদিকে পল্টনের রাস্তা বন্ধ থাকায় কদম ফোয়ারা থেকে দৈনিক বাংলার উদ্দেশ্যে যাওয়া গাড়িগুলোকে আবদুল গণি সড়ক ও গুলিস্তান হয়ে চলাচল করতে দেখা যায়। অধিক যান চলাচলের কারণে ওইসব সড়কেও তীব্র যানজট শুরু হয়।