‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে 'যমুনা' নামে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন যমুনার পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষ।
আজ সোমবার দুপুরে সরিষাবাড়ী–কাজিপুর মহাসড়কের ব্রাম্মনজানী বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে 'যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ'।
এসময় স্থানীয়রা দুই কিলোমিটার সড়ক অবরোধ করে মানববন্ধন করায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
কর্মসূচিতে কাজিপুর উপজেলার পূর্বাঞ্চলের নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের মানুষ অংশ নেন।
উপজেলা বাস্তবায়ন কমিটির নেতা প্রকৌশলী মাহবুবুর রহমান সমুন বলেন, যমুনা নদীর পূর্বপাড়ের ছয় ইউনিয়নের চরাঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত রয়ে গেছে। নতুন উপজেলা গঠনের মাধ্যমে সেই বঞ্চনা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন মাস্টার, ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল বাকি প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।