৮ দফা দাবিতে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক

By নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার
31 October 2025, 06:30 AM
UPDATED 31 October 2025, 13:58 PM

সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হয়।

বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা ঘোষণা দেন, ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ শুরু হবে। বৈঠকের পর আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিলও করেন।

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ৮ দফা দাবিতে প্রায় তিন মাস শান্তিপূর্ণ কর্মসূচি হলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

তিনি আরও বলেন, সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে। কর্তৃপক্ষ যদি আট দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে গোটা সিলেট অচল করে দেওয়া হবে।

'আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন' এর আহ্বায়ক আজিজুল ইসলাম বলেন, ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেয়। সেসময় রেলওয়ের জিআরএম মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন ১৫ দিনের মধ্যে কুলাউড়ায় আন্দোলনকারীদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করবেন। পরে আন্দোলনকারীরা ট্রেন ছেড়ে দেন।

তিনি আরও বলেন, মহিউদ্দিন আরিফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাক দিয়েছি। সিলেটবাসীকে ১ নভেম্বর থেকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনকারীদের আট দফা দাবি হলো——সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা; সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা; সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা; সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা; কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো; সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা; সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন এবং যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।