‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

By স্টার অনলাইন রিপোর্ট
4 August 2025, 11:44 AM
UPDATED 4 August 2025, 20:09 PM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বিকেলে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন।

আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। 

বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করা হবে।

ঘোষণাপত্র নিয়ে সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার 'জুলাই ঘোষণাপত্র' দেওয়ার সিদ্ধান্ত নেয়।