‘নারী কর্মকর্তাদের স্যার ডাকা উদ্ভট’, সম্বোধন নির্ধারণে কমিটি

By স্টার অনলাইন রিপোর্ট
10 July 2025, 13:44 PM

ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের 'স্যার' ডাকার সরকারি নির্দেশনা বাতিল করে সঠিক সম্বোধন নির্ধারণ করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রায় ১৬ বছর ধরে স্বৈরশাসনামলে শেখ হাসিনাকে 'স্যার' ডাকতে বাধ্য করা হতো। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছিল বলে জানা গেছে। 

প্রেস উইং জানায়, একই প্রথা অন্যান্য ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও অনুসরণ করা হতো এবং এখনো অনেকক্ষেত্রে এই 'উদ্ভট' রীতি বহাল আছে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনাটি বাতিল করেছে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। 

এই কমিটি এক মাসের মধ্যে বিদ্যমান প্রটোকল নির্দেশিকা ও সম্বোধন পদ্ধতির পর্যালোচনা করে উপযুক্ত সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদের কাছে জমা দেবে।