আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

By স্টার অনলাইন রিপোর্ট
12 May 2025, 15:42 PM
UPDATED 12 May 2025, 21:59 PM

দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব।

ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। এতে বলা হয়, সরকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ইসি দলটির নিবন্ধন স্থগিত করেছে। 

ইসি সচিব বলেন, 'আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।'

ইসি সচিব বলেন, 'সে অনুযায়ী আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।'

কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।'