নিষিদ্ধ ছাত্রলীগ কোনো কর্মসূচি নিলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

By স্টার অনলাইন রিপোর্ট
31 January 2025, 10:39 AM
UPDATED 31 January 2025, 17:00 PM

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।'

সম্প্রতি আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসজুড়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।