শ্রমিকদের ব্যাপারে আগের সরকারের ভূমিকায় অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ

By স্টার অনলাইন রিপোর্ট
7 September 2024, 11:18 AM

শ্রমিকদের দাবির ব্যাপারে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির বিশেষ পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। শ্রমিকদের আন্দোলনকে চক্রান্ত আখ্যা দিয়ে ন্যায্য দাবি নাকচ করে দেওয়ার নিন্দা জানান তিনি।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শ্রমিক আন্দোলন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শ্রমজীবী মানুষের বড় ভূমিকা ছিল। কিন্তু শ্রমজীবী মানুষের মূল সমস্যাগুলো সমাধান বা তাদের পাশে সরকারকে দাঁড়াতে দেখা যাচ্ছে না।

আনু মুহাম্মদ বলেন, শ্রমিকরা বিক্ষোভ করেছিল সুনির্দিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে। কিন্তু তাদের দাবির প্রতি কোনো ধরনের মনোযোগ দেওয়া হয়নি।

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা আগের সরকারের মতোই। একইভাবে সমস্ত আন্দোলনকে 'চক্রান্ত, বহিরাগত' আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি ও আইনগত কাঠামোর পরিবর্তন না হওয়ায় এমনটা হচ্ছে বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।