উত্তরা পূর্ব থানা থেকে অনবরত গুলি, নিহত ১০, থানা ঘেরাও

By স্টার অনলাইন রিপোর্ট
5 August 2024, 12:38 PM
UPDATED 5 August 2024, 21:00 PM

উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় থানা থেকে অনবরত ছুড়তে থাকা রাবার বুলেট ও গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, শত শত বিক্ষুব্ধ জনতা থানা ঘিরে রেখেছে। থানার ছাদ থেকে সিভিল ড্রেসে ২ জনকে রাবার বুলেট ও গুলি চালাতে দেখা যাচ্ছে।

biden_ice_cream_2.jpg
ছবি: শাহীন মোল্লা/স্টার

উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১০ জনের মরদেহ আছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরার বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।