বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
11 July 2024, 11:35 AM
UPDATED 11 July 2024, 17:44 PM

কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইমুম হোসেন বলেন, 'পুলিশের পক্ষ থেকে মহাসড়ক অবরোধ করতে নিষেধ করা হয়েছিল। আমাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিলে পুলিশ সরে যায়।'

বন্দর থানা পুলিশের ওসি আব্দুর রহমান মুকুল বলেন, 'শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশ কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি করেনি।'

শিক্ষার্থীরা জানিয়েছেন, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে তারা আজকের কর্মসূচি শেষ করবেন।