‘ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশ রুদ্ধ করতে চায়’

By স্টার অনলাইন রিপোর্ট
26 June 2024, 13:24 PM

রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক বলেছেন, 'ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায়৷ কারণ, দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু, ভারত তা হতে দিতে চায় না।'

আজ বুধবার সকাল ১১টায় তোপখানায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফরিদুল হক বলেন, 'সার্ককে তারা (ভারত) অকার্যকর করে রেখেছে।'

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, 'সরকার এ দেশের জনগণের টাকা খরচ করে ভারতকে ট্রানজিট, বন্দর ও বাণিজ্য সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তাই ঝুঁকিতে ফেলে দিয়েছে। ট্রানজিট যদি দিতেই হয় তাহলে সেটা হতে হবে ট্রান্স এশিয়ান কানেকশনে যুক্ত সব দেশের সঙ্গেই। শুধুমাত্র নির্দিষ্ট একটা দেশকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে অন্যান্য দেশের বিপক্ষে নিয়ে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্পষ্ট লঙ্ঘন।'

দলের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, 'ভারত একদিকে আমাদেরকে কাঁটাতারে ঘিরে রেখেছে, আমাদের সীমানার ভেতরে ঢুকে আমাদেরকে গুলি করে মারছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তাদেরকে করিডোর দিয়ে এসে জনগণকে ইউরোপের উদাহরণ দিচ্ছেন।'

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সহসভাপতি সোহেল শিকদার।