স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

By স্টার অনলাইন রিপোর্ট
11 June 2024, 03:48 AM
UPDATED 11 June 2024, 09:57 AM

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৫৮৪ ফ্লাইটে করে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়ার কথা বলে সেতু মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।