উখিয়ার রহমতেরবিল সীমান্তে ২ দিন ধরে পড়ে থাকা মরদেহ উদ্ধার
স্টার অনলাইন গ্রাফিক্স
কক্সবাজারের উখিয়ার রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত দুইদিন ধরে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় পড়ে ছিল মরদেহটি।
আজ শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
ওসি বলেন, 'রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তকরণে কাজ চলছে।'
গত বৃহস্পতিবার রাতের দিকে রহমতেরবিল সীমান্ত এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশে খবর দেন।
শুক্রবার মরদেহটি উদ্ধার করতে গেলে সীমান্তের ওপারে গোলাগুলি চলতে থাকায় নিরাপত্তাজনিত কারণে ফিরে আসে পুলিশ।