‘বিএনপি সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হয় সেটাই আমরা দেবো’

By স্টার অনলাইন রিপোর্ট
31 October 2023, 10:35 AM

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের শিক্ষা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকেলে গণভবনে বেলজিয়াম সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'এদের (বিএনপি) মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। এদের সঙ্গে যতই ভালো ব্যবহার করি না কেন, এদের কখনোই স্বভাব বদলাবে না। সন্ত্রাস-জঙ্গিবাদে এরা বিশ্বাস করে। কারণ অস্ত্র নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে এদের জন্ম।'

'নির্বাচনের ব্যাপারে যেটা আমার ধারণা, এরা তো আসলে নির্বাচন চায় না। এরা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়', যোগ করেন তিনি। 

শেখ হাসিনা বলেন, 'আসলে মানুষকে কষ্ট দেওয়াটাই যেন এদের চরিত্র। এখানে আমার বলার কিছু নেই। আমি আন্তর্জাতিকভাবে যেখানেই গেছি সবাই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে। একমাত্র দুঃখে মরে যায় বিএনপি-জামায়াত জোট।' 

তিনি বলেন, 'বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটাই এখন আমাদের দেওয়া উচিত বলে মনে করি। সেই শিক্ষাটাই আমরা দেবো। কারণ এদের জন্য এ দেশ ধ্বংস হোক সেটা সহ্য করা যাবে না।'