বাংলাদেশ থেকে আগামী বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন

By স্টার অনলাইন রিপোর্ট
2 August 2023, 12:08 PM
UPDATED 2 August 2023, 18:14 PM

বাংলাদেশ থেকে ২০২৪ সালে হজ পালনের জন্য ১ লাখ ২৭ হাজার জন সৌদি আরবে যেতে পারবেন।

আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ধর্মসচিব মু. আ. হামিদ জানান, সৌদি সরকার বাংলাদেশের জন্য এই কোটা অনুমোদন করেছে।

ধর্মসচিবের সভাপতিত্বে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতির এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর হজ, হাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা।

সৌদি সরকারের বরাতে ধর্মসচিব জানান, আগামী বছরের হজের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। ২০২৪ সালের ১ মার্চ তারিখ থেকে হজ ভিসা ইস্যু করা হবে এবং সৌদি ই-হজ সিস্টেমে ২০২৪ সালের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে।

তিনি আরও জানান, ২০২৪ সালের হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য জানার পর হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে এবং হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

২০২৪ সালের হজ সুষ্ঠুভাবে পালনে হজ এজেন্সি ও হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ধর্মসচিব।