গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর: বিবিএস

২০২২ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে শিশুমৃত্যু
By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2023, 08:38 AM
UPDATED 13 June 2023, 14:49 PM

বাংলাদেশে শিশুমৃত্যুর হার ২০২১ সালের তুলনায় ২০২২ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসে (বিএসভিএস) এই তথ্য উঠে এসেঠে।

বিবিএসের সবশেষ পরিসংখ্যানে আরও দেখা গেছে, একই সময়ের মধ্যে গড় আয়ু ৭২ দশমিক ৩ থেকে বেড়ে ৭২ দশমিক ৪ বছর হয়েছে।

২০২১ সালে, ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার প্রতি হাজারে ২৮ ছিল। ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। একইভাবে, এ সময়ের মধ্যে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু প্রতি হাজারে ২২ থেকে বেড়ে ২৫ হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, 'শিশুমৃত্যুর হার বৃদ্ধি প্রত্যাশিত নয়। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এটা কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়া উচিত।'

মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৬৮ থেকে কমে প্রতি লাখে ১৫৬ হয়েছে। 

এদিকে, প্রতি হাজারে বিদেশে অভিবাসনের হার একই সময়ে ৩ থেকে বেড়ে ৬.৬ হয়েছে। 
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এটিকে ব্রেন ড্রেনের ফল হিসেবে অভিহিত করেছেন এবং এটাকে তারা দেশের জন্য নেতিবাচক বলে মন্তব্য করেন।

শামসুল আলম বলেন, 'মানি লন্ডারিংয়ের চেয়ে ব্রেন ড্রেনের প্রভাব অনেক বেশি । আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসি... নীতি গ্রহণের সময় আমাদের এটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।'

আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রতিবেদন উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।