জীবিকার তাগিদে…

By স্টার অনলাইন রিপোর্ট
27 May 2023, 09:41 AM

ইট ভাঙার মেশিনে চড়ে অন্য শ্রমিকদের সঙ্গে কাজে যাচ্ছিলেন নির্মাণশ্রমিক সাবিনা। ক্লান্ত সাবিনার কোলে ঘুমিয়ে গেছে তার শিশুকন্যা পারভীন। এভাবে যাতায়াত যে ঝুঁকিপূর্ণ, তা হয়তো শ্রমিকদেরও অজানা নয়। তারপরও জীবিকার তাগিদে এভাবে ঝুঁকি নিয়েই যাতায়াত করেন তারা।

নির্মাণশ্রমিকদের এই দলটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখান যাওয়ার পথে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন।