পিরোজপুর-২: নিজের সাবেক এপিএসের কাছে হারলেন আনোয়ার হোসেন মঞ্জু

By স্টার অনলাইন রিপোর্ট
7 January 2024, 19:38 PM
UPDATED 8 January 2024, 02:11 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন নৌকা প্রতীকে নির্বাচন করা জাতীয় পার্টির (জেপি) প্রধান আনোয়ার হোসেন মঞ্জু।

রোববার নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি চূড়ান্ত ফল থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ জয়ী হয়েছেন। তিনি আনোয়ার হোসেন মঞ্জুর সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস)। ঈগল প্রতীকে তিনি পেয়েছেন ৯৯ হাজার ২৬৮ ভোট। আর মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট।

উল্লেখ্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন মঞ্জু।