ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ

By নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া
17 December 2025, 18:33 PM

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) একটি প্রাইভেটকারের চালক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাগর শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'মুন্সেফপাড়া এলাকায় স্থানীয় যুবকদের হামলায় সাগর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ইভটিজিংয়ের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।'

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সাগরের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মুন্সেফপাড়ার কয়েকজন মঙ্গলবার তাকে মারধর করে। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় উভয় পক্ষ মিলিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ওই এলাকায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সেখানে এসে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে স্থানীয়দের একজন প্রকাশ্যে গুলি চালায় এবং সাগরের পায়ে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়।