সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

By স্টার অনলাইন রিপোর্ট
15 December 2025, 10:28 AM
UPDATED 15 December 2025, 16:45 PM

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  ডিবি প্রধান শফিকুল ইসলাম।

এই মামলায় আরও তিন আসামি হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজের। 

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 

সাংবাদিক আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য বেশ আলোচনা তৈরি করে।