শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পিটুনি

By নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর
13 December 2025, 15:30 PM
UPDATED 13 December 2025, 23:28 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পিটুনি দেয়। 

পরে পুলিশ তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, শিশুটি বিকেলে বাড়ির পাশেই খেলছিল। পরে সেখান থেকে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।