ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিএমপি

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2025, 14:09 PM
UPDATED 12 December 2025, 20:19 PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে হাদিকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

ডিএমপি বলছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে।

পাশাপাশি গোয়েন্দা পুলিশও হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

হাদিকে গুলির ঘটনায় আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।