সিলেটে প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মারধর

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
5 December 2025, 07:57 AM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে প্রতিবন্ধী এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার একটি বাড়িতে চুরি হলে দক্ষিণ বড়দেও গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে প্রতিবন্ধী জালাল মিয়াকে (২৪) সন্দেহ করেন এলাকাবাসী। পরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মারধর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নির্যাতনের শিকার জালালের মা এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।'

তিনি বলেন, 'চোর আটক হয়েছে জেনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধী যুবককে থানায় নিয়ে আসা হয়। এসময় সে স্বীকার করে যে, একসময় খারাপ কাজ করলেও এই চুরির ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তাকে সন্দেহবশত মারধর করা হয়েছে।'

ওসি বলেন, 'নির্যাতনের বিষয়টি জেনে পুলিশ জালালের মা শিরিয়া বেগমকে থানায় নিয়ে এলে তিনি একটি অভিযোগ দায়ের করেন। রাতেই জালাল মিয়াকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।'