সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
ঢাকার সাভারে একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
তিনি বলেন, 'আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।'
ওসি বলেন, 'গ্রেপ্তার চার শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গতকাল থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী। বুধবার বিকেলে মামলার এজহারনামীয় চার আসামি দেলোয়ার ভূঁইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ সাহা (২৩) ও অন্তু দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে।'
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৭ এপ্রিল এ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর গত ৪ নভেম্বর ওই শিক্ষার্থীর ওপর আবারও চাপ সৃষ্টি করে এবং ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জোর করে মামলার আরেক আসামির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে জোর করে নেশাজাতীয় পানীয় খেতে বাধ্য করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনোমতে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে সহপাঠী ও শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
এতে আরও বলা হয়, ধর্ষণের পর মেয়েটিকে হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ৯৬ হাজার টাকাও আদায় করেন অভিযুক্তরা।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর স্বজনরা বিশ্ববিদ্যালয়ে একটি লিখিত অভিযোগ দিলে আসামিরা আরও চড়াও হন বলে মামলার বিবরণীতে বলা হয়।
এজাহার থেকে আরও জানা যায়, চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে গেলে ওই শিক্ষার্থীকে একাডেমিক কক্ষে দরজা বন্ধ করে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ে দেওয়া অভিযোগ তুলে নিতে চাপ দেয় আসামিরা। এরপর বিকেল ৩টার দিকে তাকে ছেড়ে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল আশুলিয়া থানায় মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।'