জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১০৬ মামলার চার্জশিট দাখিল

By স্টার অনলাইন রিপোর্ট
2 December 2025, 15:28 PM
UPDATED 2 December 2025, 22:18 PM
জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থান–সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে ১০৬টির চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ।

জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থান–সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে ১০৬টির চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ।
 
আজ মঙ্গলবার পুলিশের সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১০৬টি মামলার মধ্যে ৩১টি হত্যা মামলা ও ৭৫টি অন্যান্য অপরাধের মামলা। 

এতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩(এ) অনুযায়ী অভ্যুত্থান–সংশ্লিষ্ট ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। এ বিষয়ে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন থানায় দায়ের করা হয়েছে।