জমির বিরোধে চাচার মৃত্যু, পুলিশের কাছ থেকে ছিনিয়ে ভাতিজাকে পেটাল স্থানীয়রা
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর পর ওই অভিযুক্ত ভাতিজাকে আটকের পর পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ কালু (৮০)। তিনি মৃত মোকবুল আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজা হলেন আলী আহমদ (৬০)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কালুর ছেলে সরওয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাবাকে আমাদের সামনে বুকে লাথি মেরে হত্যা করা হয়েছে। পরে আলী আহমদকে স্থানীয়রা পিটিয়েছে। ওই হামলায় আমাদের পরিবারের কেউ জড়িত নয়।'
ওসি তৌহিদুল জানান, আটকের পর আলী আহমদকে থানায় নেওয়ার সময় স্থানীয়রা পুলিশ ভ্যান থামিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, কালু এবং আলী আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদকে বুকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও জানানো হয়, অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও তার স্ত্রী পারভিন আক্তারকে মারধরের কথা শোনা গেছে।