মধুপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল
19 November 2025, 13:57 PM
UPDATED 19 November 2025, 20:02 PM

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন।

আজ বুধবার এ সংঘর্ষের সময় ভাঙচুর চালানো হয় একটি বেসরকারি হাসপাতালে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী স্বপন ফকিরের পরিবর্তে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোহাম্মদ আলীর সমর্থকরা মধুপুর আনারস চত্বরে বিক্ষোভ করে। এতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে স্বপন ফকিরের সমর্থকরা ঘটনাস্থলে এলে, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন । 

সংঘর্ষের এক পর্যায়ে মোহাম্মদ আলীর সমর্থকরা স্বপন ফকিরের সমর্থক পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স এর মালিকানাধীন এশিয়া হাসপাতাল ভাঙচুর করে।

ওসি এমরানুর দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।