তারেক-বাবরের খালাস বাতিল করে নিম্ন আদালতের রায় বহালের আবেদন

By স্টার অনলাইন রিপোর্ট
19 August 2025, 12:13 PM
UPDATED 19 August 2025, 19:43 PM

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে আপিল বিভাগে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি হয়।

আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ তার যুক্তিতর্ক উপস্থাপন করেন। 

তিনি উচ্চ আদালতের গত বছরের ১ ডিসেম্বরের সব আসামির খালাসের রায় বাতিল করে নিম্ন আদালতের রায় বহাল রাখার আবেদন জানান।

আদালত আগামী বৃহস্পতিবার আবার আপিলের শুনানির তারিখ দেন।

আসামিপক্ষে আইনজীবী হিসেবে আদালতে ছিলেন এস এম শাহজাহান, জয়নুল আবেদীন, কায়সার কামাল, মোহাম্মদ শিশির মনির, জায়াদ বিন আমজাদ এবং মো. মাকসুদ উল্লাহ।

এর আগে, গ্রেনেড হামলা মামলায় গত ২ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে দুটি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাসের রায় দেন। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে।

এরপর, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি পৃথক লিভ টু আপিল পিটিশন দাখিল করে, যা এখন শুনানির পর্যায়ে রয়েছে।

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও আরও প্রায় ৩০০ জন আহত হন। এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয়।