সিলেটে সাদা পাথর লুট: আইনি ব্যবস্থা চেয়ে রিট, শুনানি রোববার

By স্টার অনলাইন রিপোর্ট
14 August 2025, 09:25 AM
UPDATED 14 August 2025, 15:45 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় পাথর উত্তোলন ও লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এই রিট করেন।

রিট আবেদনের শুনানির জন্য হাইকোর্ট আগামী রোববার দিন ধার্য করেছেন।

আজ বিচারপতি ফাহমিদা ক্বাদরি ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আইনজীবী মীর একেএম নূরুন নবী ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র থেকে সাদা পাথর উত্তোলন ও লুটপাটের বিষয়ে সরকারের তদন্ত প্রতিবেদন দাখিল এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট করেন।

জনস্বার্থে দায়ের করা রিটে ভোলাগঞ্জে অতিরিক্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে অনুরোধ জানান তিনি। যেন ওই এলাকা থেকে পাথর উত্তোলন রোধ করা যায়।

রিটে তিনি আরও আবেদন করেন, হাইকোর্ট যেন একটি রুল জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান, কেন তারা সিলেটের ওই পর্যটন এলাকা থেকে সাদা পাথর উত্তোলন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।