রাউজানে ‘পারিবারিক কলহের জেরে’ প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
1 April 2025, 12:42 PM

চট্টগ্রামের রাউজানে এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হোলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম বকুল (৪০) পেশায় প্রকৌশলী ছিলেন এবং পারিবারিক কলহের জেরে সৎ ভাইদের হাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। 

ওসি জানান, পারিবারিক সম্পত্তির মালিকানা নিয়ে দুপুরে গ্রামের বাড়িতে বকুল ও তার দুই সৎ ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে, সৎ ভাইরা বকুলকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, 'খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় ও ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।'

অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। পুলিশ তাদের আটক করতে অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।