শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

By স্টার অনলাইন রিপোর্ট
6 January 2025, 06:50 AM
UPDATED 6 January 2025, 18:07 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের দুটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশন এই ১১ জনকে গ্রেপ্তারের জন্য দুটি আবেদন করলে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

একইসঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনাসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।