কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতা আটক

By স্টার অনলাইন রিপোর্ট
10 September 2024, 09:23 AM

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদলের এক নেতাকে গতরাতে আটক করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আটক জালাল আহমেদ তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক। তাকে তেজগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

জালালকে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কারওয়ান বাজারের চাঁদাবাজদের তালিকায় জালালের নাম রয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা এই তালিকা তৈরি করেছেন।

তবে ভিডিওতে জালাল দাবি করেন যে, কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তিনি এসে তাদের মারামারি না করতে বলেন। তিনি কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী এবং তিনি চাঁদাবাজিতে জড়িত নন।